শৈলশহর সিমলায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ দু দিনের একটি হাইপ্রোফাইল বৈঠক। বৈঠকের শিরোনাম ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়লগ।’ সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিপাক্ষিক স্তরের এই বৈঠকে এবার সঙ্ঘ পরিবারের প্রতিনিধিও অংশ নেবেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৈঠক যৌথভাবে আয়োজন করেছে ‘বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ’ এবং দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশন।
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৈঠকে উভয় দেশের শীর্ষস্থানীয় নেতা অংশগ্রহণ করবেন। জানা গিয়েছে, সম্প্রতি যে সব বিষয়ে ভারত-বাংলাদেশের মধ্যে মতপার্থক্যের কারণ হয়ে উঠেছে, দুদিনের এই বৈঠকে দু দেশের শীর্ষনেতারা সেই সব বিষয়ে আলোচনা করবেন।
খবর অনুযায়ী, বৈঠকে দু দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন দুই দেশের বিদেশপ্রতিমন্ত্রী। বাংলাদেশের তরফ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন বিদেশপ্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। আমন্ত্রিত বক্তাদের মধ্যে রয়েছেন দিল্লিতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ ইমরান। আমন্ত্রণ করা হয়েছে সে দেশের প্রাক্তন বিদেশ সচিব শমশের মোবিন চৌধুরীকেও। তাদের পাশাপাশি থাকছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক এবং সংসদ সদস্য মির্জা আজম ও অসীম কুমার উকিল।
ভারতের তরফ থেকে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রবীণ সাংসদ এবং প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবর। বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন,’এই উদ্যোগ নতুন নয়। মূলত দ্বিপাক্ষিকস্তরের কিছু বিষয়ে তৈরি হওয়া মতপার্থক্য দূর করতেই এই বৈঠক হয়ে থাকে, যার মূল উদ্দেশ্য ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত ও স্থিতিশীল করা।’ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সঙ্ঘ পরিবারের তরফ থেকে দুদিনের এই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন সংগঠনের প্রভাবশালী সদস্য রাম মাধব।
