একুশের ফোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। পুরভোটের দামামা বাজার পরেও দিকে দিকে সেই ধারা অব্যাহত। এবার আলিপুরদয়ারে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা পড়ল দাপুটে বিজেপি নেতার পরিবারের। পুরভোটের ময়দানে নির্দল হিসাবে লড়তে চলেছেন আলিপুরদুয়ারের দাপুটে নেতা আশিস দত্ত ও তাঁর কন্যা শ্রীলা দত্ত।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এলাকার দাপুটে নেতা আশিস দত্ত। আর এবার তাঁর লড়াইয়ে সঙ্গী হয়েছেন একমাত্র কন্যা শ্রীলা দত্ত। তিনি ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেছেন। উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরেই আলিপুরদুয়ার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দখল বজায় রেখেছিলেন আশিস দত্ত। কংগ্রেস থেকে তাঁর রাজনীতির পথ চলা শুরু। তারপর কখনও তৃণমূল আবার কখনও বিজেপিতে নাম লিখিয়েছেন। পাঁচ বার ধরে ২ অথবা ১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী কাউন্সিলার ছিলেন আশিস দত্ত।
