দলের অন্দরে কোন্দলের অভিযোগ আর স্বজনপোষণের অভিযোগের কাঁটায় বিদ্ধ পদ্মশিবির। এসবের মধ্যেই আরও কিছুটা চাপ বাড়ল। সূত্রের খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রায় হাজারখানেক শাখা বন্ধ হয়ে গিয়েছে বাংলায়। বিজেপির কোন্দলের কারণেই এই শাখাগুলি বন্ধ হয়েছে বলে দাবি। এ নিয়ে ক্ষুব্ধ সঙ্ঘ পরিবার।
সূত্রের খবর, বিজেপি যেভাবে চলছে, নেতাদের আচরণ, নতুন রাজ্য কমিটি নিয়ে ঝামেলা এই সমস্ত কিছুতে উৎসাহ হারাচ্ছেন কর্মীরা। সংঘ প্রধান এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ বলেই জানা যাচ্ছে। ২০১১ সালের পর থেকেই বাংলায় বিজেপি নিজের মাটি শক্ত করার কাজ শুরু করে। সেইসঙ্গে আরএসএসের শাখা বিস্তারও বাড়তে থাকে। একটা সময় প্রায় আড়াই হাজার শাখা তৈরি হয় এ রাজ্যে।
সূত্রের খবর, এর কয়েক মাসের মধ্যেই হঠাৎ আরএসএসের হাজারখানেক শাখা বন্ধ হয়ে গিয়েছে। হিসাব যা বলছে তাতে প্রায় ৯৯৮টি শাখা বন্ধ হয়েছে। এই রিপোর্টে আরএসএস নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ বলেই খবর। কারণ, একটা লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গে এগোচ্ছে তারা। সেখানে এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, বিজেপির সদস্যরাই মূলত এই শাখায় যাতায়াত করেন। এদিকে এ রাজ্যে এই মুহূর্তে বিজেপির যা অবস্থা তাতে নিজেদের মধ্যে দলাদলি, কোনও সংগঠিত আন্দোলন না থাকার কারণে অনেকেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না বলে দাবি সূত্রের। শাখায় যাচ্ছেন না। ফলে প্রায় হাজারখানেক শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, আরএসএসের এ রাজ্যের নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে নাগপুরে। সেখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলেই দাবি সূত্রের।