ভবিষ্যতে কোনও না কোনও সময় দেশে ‘হিন্দু ধর্ম’ বিরাজ করবে। তারপর আমরা লাল কেল্লায় গেরুয়া পতাকা উত্তোলন করব। বিজেপির মন্ত্রী কে এস ইশ্বরাপ্পার এই মন্তব্য ঘিরে বিতর্ক বেড়েই চলেছে বিজেপি শাসিত কর্ণাটকে। কংগ্রেসের তরফে আগেই ওই মন্ত্রীর ইস্তফার দাবি করা হয়েছিল। অধিবেশন বয়কটের হুমকিও দেওয়া হয়েছিল। এবার কর্ণাটক বিধানসভার ভিতরেই রাত কাটালেন সাংসদরা। বৃহস্পতিবারই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল জাতীয় পতাকার বদলে গেরুয়া পতাকা উত্তোলন করা নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন, তার জন্য কে এস ইশ্বরাপ্পাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা করতে হবে। দাবি পূরণের জন্য তারা সারা রাত বিধানসভাতেই থাকবেন বলেও জানান।
বিরোধী দলগুলির বিক্ষোভের জেরে বৃহস্পতিবার দুই কক্ষেরই অধিবেশন স্থগিত করে দেওয়া হলেও, কংগ্রেসের সাংসদরা বিধানসভার ভিতরেই থেকে যান। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বিরোধী দলের নেতা তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার সঙ্গে বিধানসভা চত্বরেই দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে বিরোধ মেটার কোনও ইঙ্গিতই মেলেনি। পরে কর্ণাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার-সহ একাধিক নেতাদের বিধানসভার ক্যান্টিনে নৈশভোজ সারতেও দেখা যায়। গতকালই কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া দাবি করেছিলেন যে বিজেপি ও আরএসএস জাতীয় পতাকাকে অসম্মান করেছে। যতক্ষণ অবধি এই বিষয়ের সমাধান হচ্ছে না, ততক্ষণ অবধি কংগ্রেস দিন-রাত প্রতিবাদ চালাবে। রাজ্যপালের উচিত ছিল এই বিষয়ে হস্তক্ষেপ করা, এমনটাও জানান কংগ্রেস নেতা।
