করোনায় জবুথবু দেশ। এরই মধ্যে ফের ভারতে বার্ড ফ্লু আতঙ্ক। বিহারে অত্যন্ত ছোঁয়াচে এইচ৫নাইন১ ভাইরাসের দেখা মিলেছিল একটি পোলট্রিতে। এবার মহারাষ্ট্রের থানেতেও হানা দিল এই ভয়ংকর ভাইরাস। যার জেরে ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, থানের শাহপুর তহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে আচমকাই একসঙ্গে ১০০টি মুরগির মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর জেলার পশুপালন বিভাগকে এরপরই নির্দেশ দেন সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য। এরপরই মৃত পাখির নমুনা পরীক্ষা করে পুণের ল্যাবরেটরি জানিয়ে দেয়, ওই পাখিদের মৃত্যু হয়েছে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে। সেই রিপোর্ট আসার পর কালিংয়ের নির্দেশ দেয় প্রশাসন। ওই পোলট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ২৫ হাজার পাখিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
