এবার বাংলা থেকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলার চার পরিযায়ী শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। এই দুর্ঘটনার খবর পেয়ে বুধবার সকালেই মৃতদের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি।
পুলিশ জানায়, মৃত শ্রমিকদের নাম হাকিমুল শেখ, আব্দুল্লা শেখ, মহম্মদ রাহুল ও মকিম আলম। এঁদের মধ্যে তিন জনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সিরসি গ্রামে এবং একজনের বাড়ি ডুমুরিয়া এলাকায়। মধ্যপ্রদেশের ঝাঁসি স্টেশন থেকে কিছুটা দূরে পিক-আপ ভ্যানটি উল্টে গিয়ে তাঁদের মৃত্যু হয়। ওই ভ্যানে থাকা আরও ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁরাও চাকুলিয়া থানা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গত রবিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ১৯ জন শ্রমিক মধ্যপ্রদেশে কাজ করার জন্য রওনা দেন। সোমবার রাতে শিবপুরিতে নামেন তাঁরা। সেখান থেকে তাঁরা একটি পিক-আপ ভ্যানে করে মধ্যপ্রদেশের গোরা জেলার দিকে রওনা দেন। সোমবার রাতে ঝাঁসি স্টেশন থেকে কিছুটা দূরে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিক-আপ ভ্যানটি উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভ্যানে থাকা চাকুলিয়া থানা এলাকার চার শ্রমিকের। গুরুতর জখম হন আরও ১৫ জন শ্রমিক।
এদিকে, চার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়েই বুধবার মৃত শ্রমিকদের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, বিডিও কানাইয়া কুমার রায়, চাকুলিয়া থানার আইসি সহ অন্যান্যরা। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম। তিনি বলেন, ‘মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। এটা খুবই দুঃখজনক ঘটনা। তাঁদের পাশে আমরা আছি।’