রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়ছে ক্রমশ। আজ কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজও স্বাভাবিকের দু ডিগ্রি নীচে পারদ।
তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। রবিবারের পর সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ। রবিবার পুরোপুরি মেঘলা আকাশ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা।
পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার দাপটে বৃষ্টি রাজ্যে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী ৫ দিন। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বাড়বে।
সরস্বতী পুজোর পরপরই আচমকাই বৃষ্টির হাত ধরে রাজ্য থেকে কার্যত বিদায়ের পথ ধরেছিল শীত। কিন্তু তারপর সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের ভোল বদলাতে শুরু করেছে আবহাওয়ার। যার জেরে রাজ্যজুড়ে ফের ফিরতে শুরু করেছে শীতের আমেজ।