হিজাব ইস্যুতে মুখ খুলেই বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর। মসুলিম মহিলাদের হিজাব পরতে বারণ করে মুসলিম পুরুষদের কিছুটা বিদ্রুপই করেন তিনি। প্রজ্ঞা বলেন, ‘ঘরে নিরাপদ অনুভব না করলে হিজাব পরুন। কিন্তু বাইরে হিন্দু সমাজে মুসলিম মহিলারা নিরাপদ। সেখানে হিজাব পরার কোনও দরকার নেই’।
ভোপালের বারখেরা পাঠানি এলাকার মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন প্রজ্ঞা। সেখানেই হিজাব নিয়ে নিজের মতামত জানান বিজেপি নেত্রী। স্কুল-কলেজে হিজাব পরা চলবে না জানিয়ে গুরুকুলের উদাহরণ টানেন তিনি। প্রজ্ঞা বলেন, ‘গুরুকুলের’ (ঐতিহ্যবাহী হিন্দু শিক্ষা প্রতিষ্ঠান) শিষ্যরা ‘ভাগ্য’ (গেরুয়া) বস্ত্র পরতেন। কিন্তু এই শিষ্যরা যখন অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যায় তারা স্কুল ইউনিফর্ম পরে যায় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলে’।
এরপরই প্রজ্ঞা বলেন, ‘কিন্তু আপনি যদি দেশের স্কুল এবং কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন এবং হিজাব পরা শুরু করেন তাহলে তা মেনে নেওয়া হবে না’। তিনি আরও বলেছেন, ‘হিজাব হল একটি পর্দা। যারা আপনাকে খারাপ নজরে দেখছেন তাঁদের থেকে আড়াল করার জন্য় পর্দার ব্যবহার প্রয়োজন। কিন্তু এটি নিশ্চিত যে হিন্দুরা তাঁদের খারাপ নজরে দেখেন না কারণ হিন্দুরা মহিলাদের পুজো করেন’।
এরপরই মুসলিমদের একাধিক বিয়ের প্রথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘কোনও জায়গায় হিজাব পরার দরকার নেই। যাঁরা নিজেদের বাড়িতে নিরাপদ নন তাঁরা হিজাব পরতে পারেন। বাইরে যেখানে ‘হিন্দু সমাজ’ রয়েছে সেখানে হিজাব পরার প্রয়োজন নেই। বিশেষত সেইসব জায়গায় যেখানে তাঁরা পড়াশোনা করতে যান’।