সোমবার প্রকাশিত হয়েছে রাজ্যের চার পুরনিগমের নির্বাচনের ফলাফল। চারটিতেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে, প্রথমবারের মতো শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল। শিলিগুড়িতে উড়েছে সবুজ আবির। হেরে গিয়েছেন বাম- বিজেপির হেভিওয়েট নেতারা। বিধানসভা ভোটে হেরেও পুরভোটে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন গৌতম দেব । বিপুল ভোটে জিতে এবার শিলিগুড়ি পুরসভার মেয়র হতে চলেছেন তিনিই। আগামী ২৭ তারিখ দার্জিলিংয়ে ভোট। তার আগে, দার্জিলিংয়ের ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর্জি জানালেন, যেন ঘাসফুলেই আস্থা রাখেন তাঁরা।
উল্লেখ্য, দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। ২২টি আসন ছেড়ে রেখে কি অন্য দলকে জোট বার্তা, না কি পরে প্রার্থী ঘোষণা হবে? এখনও তা স্পষ্ট করেনি শাসক দল। তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “এখনই কিছু বলব না।” সূত্রের খবর, রবিবার পাহাড়ের মোর্চা নেতাদের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক করেন তৃণমূল নেতারা।তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, দার্জিলিঙের ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের নাম জানায় গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে বিমল গুরুং ইতিমধ্যেই জানিয়েছেন, “জোট নিয়ে কথা হতে পারে। জোট নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে কী হবে পরে জানাব।” অন্যদিকে, দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে অনীত থাপার দল ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চা।