দলনেত্রীর মতোই মানুষের বিপদে আপদে পাশে থাকতে দেখা যায় তাঁকেও। এবার ফের রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের মানবিক মুখ দেখল জনতা। তাঁর গাড়ি ও কনভয়ের সামনে টোটো উলটে জখম হন টোটো চালক। আর তার পরই মন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে উদ্ধারকার্যে হাত লাগান। মন্ত্রীর এমনই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকার্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন ইটাহারের বিধায়ক মুশারফ হোসেনও।
জানা গিয়েছে, মালদহ থেকে মিটিং সেরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পুরভোটের নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আসার পথে কুনোর রাজ্য সড়কে মন্ত্রীর গাড়ির সামনে একটি টোটো আচমকাই উল্টে যায়। দুর্ঘটনার পরপরই মন্ত্রী নিজে দ্রুত গাড়ি থেকে নেমে উদ্ধারকার্যে হাত লাগান। তিনি ও তাঁর দেহরক্ষীরা সকলে মিলে টোটোটিকে সোজা করে রাস্তায় তোলার পাশাপাশি গুরুতর আহত টোটো চালককে উদ্ধার করেন। মন্ত্রীর নির্দেশে দ্রুত আহত ওই টোটো চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
