বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্য সরকারকে উত্ত্যক্ত করতে দেখা যায় তাঁকে। যে কারণে কিছুদিন আগেই রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী নবান্ন-রাজভবন সংঘাত এমন পর্যায়ে চলে গিয়েছে যে, রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদেও সরব হয়েছে বাংলার শাসক দল। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অ-বিজেপিশাসিত রাজ্যের রাজ্যপালদের অতিসক্রিয়তা নিয়েও সরব হয়েছেন। সেই মর্মে তিনি কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যলিনের সঙ্গেও। এই পরিস্থিতিতে এবার ‘নরম’ সুরেই মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল।
জানা গিয়েছে, চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসতে বলেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে রাজভবনে আসার অনুরোধ করেছেন তিনি। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। তাই আলোচনা প্রয়োজন দুজনের। এমনই বয়ানে রাজ্যপাল চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে তিনি একটি টুইটও করেছেন। চিঠির বয়ান দেখে অনেকেই বলছেন, সংঘাত মেটাতে তৎপরতা দেখাচ্ছেন রাজ্যপাল। এমনকী মুখ্যমন্ত্রীকে তাঁর সুবিধা মতো সময় দেখা করতে বলেছেন তিনি। এর থেকেই স্পষ্ট, এবার পিছু হটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসে সংঘাত মেটানোর বার্তা দিলেন রাজ্যপাল।
