আগেই রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এবার ১০৮টি পুরসভার ভোটের ফলপ্রকাশের দিনও ঘোষণা করে দিল তারা। আগামী ২ মার্চ হবে গণনা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কমিশন।
আগামী ২৭ ফেব্রুয়ারি দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার উলুবেড়িয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূমের মোট ১০৮টি পুরসভায় ভোট। ইতিমধ্যে মনোনয়ন জমা এবং প্রত্যাহারও হয়ে গিয়েছে। ৯ ফেব্রুয়ারির পর্যন্ত মনোনয়ন জমা দেন প্রার্থীরা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। তবে কবে ফলপ্রকাশ হবে তা এতদিন অজানাই ছিল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দেয় আগামী ২ মার্চ হবে ভোটগণনা।