প্রতিদিন বেড়েই চলেছে রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল জগদীপ ধনখরের টুইট যুদ্ধ বর্তমানে সম্মুখ সমরে পরিণত হয়েছে। এবার বাকি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও পাশে দাঁড়াচ্ছেন মমতা। সম্প্রতি তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গেও ফোনে কথা বলেন। বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে যে বৈঠকের পরিকল্পনা হচ্ছে, তা আগামী মাসে হবে বলেই জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। মঙ্গলবার তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের মুখ্য়মন্ত্রীদের নিয়ে যে বৈঠকের প্রস্তাব দিয়েছেন, তা মার্চ মাসের ১০ তারিখের পর হবে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নবাব মালিক বলেছেন, ‘বিজেপি যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে, তা রুখতে মহা বিকাশ আগাড়ির তিন দলই আগামীদিনে বৈঠকে বসবে। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর জানিয়েছেন তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন। স্ট্যালিনও জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করবেন। অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা ১০ মার্চের পর একসঙ্গে দেখা করবেন’।
সোমবারই শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, ‘২০ দিন আগেই বিজেপির নেতারা দেখা করেছিলেন। মহারাষ্ট্রের আগাড়ি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমায় সাহায্য করতে বলেছিলেন।” উল্লেখ্য, প্রায়সময়ই মহা বিকাশ আগাড়ি জোটের তিন সদস্য শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে জোট ভাঙানোর অভিযোগ করা হয়’।