চার পুরনিগম নির্বাচনের ফল প্রকাশের পরদিনই বিজেপি ছাড়লেন দলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি বশির আলম। আর তার পরই পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও একের পর এক অভিযোগ তোলেন এই নেতা।
দলত্যাগের পর বশির আলম বলেন, ‘মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি। তার প্রতিফলন ঘটেছে পুরভোটের ফলে। পুরনো কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে দল পরিচালনা করছে নতুন রাজ্য কমিটি। এর ফলে দলের পুরনো কর্মীরা বসে যাচ্ছেন।’
শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত। মানুষ ওকে বিশ্বাস করে না। বিজেপিকে শেষ করার জন্য একা শুভেন্দুই যথেষ্ট।’ তাঁর আশঙ্কা, বিজেপি যে পথে চলছে তাতে আগামী দিনে ঝান্ডা ধরার লোক থাকবে না।