কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ে তোলার নতুন উদ্যোগ নিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। খুব শীঘ্রই তিনি বৈঠক করতে চলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
এরই মধ্যে বিরোধী ঐক্যকে মজবুত করার কাজে উৎসাহ দেখালেন এবং সমর্থনের হাত বাড়িয়ে দিলেন জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। জানা গিয়েছে এদিন টেলিফোনে চন্দ্রশেখর সঙ্গে কথা বলেছেন দেবেগৌড়া এবং তাঁর সঙ্গে থাকার কথা জানিয়েছেন। দেবেগৌড়া বলেছেন, আপনি যুদ্ধক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা আপনার সঙ্গে রয়েছি। আমরা দেশকে বাঁচানোর তাগিদে লড়াই করব।
দিন দুয়েক আগেই চন্দ্রশেখর রাও নিজে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি উদ্ধব ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় আনার চেষ্টা করবেন। এমনকী ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলেও জানান চন্দ্রশেখর। বিজেপিকে আক্রমণ করে চন্দ্রশেখর বলেন, এই দলটিকে অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন। না হলে দেশ শেষ হয়ে যাবে। বিভিন্ন দলকে তিনি আমন্ত্রণ জানান যাতে সকলে একজোট হয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে।
চন্দ্রশেখরের সুরে সুর মিলিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিন জানিয়েছেন, খুব শীঘ্রই অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে একযোগে বৈঠক করবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের কথা সুপারিশ করেছেন বলেও ডিএমকে প্রধান এমকে স্টালিন জানিয়েছেন।