এর আগে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় ঘোষণার পরেও পিছু হটতে হয়েছিল সরকারকে। কিন্তু রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পর্যন্ত পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই গতকাল, মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। এবার সেখানে অভিনব পদক্ষেপ করা হচ্ছে। এখন থেকে আবেদনপত্র জমা নেওয়ার পাশাপাশি দেখে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাচ্চাদের পুষ্টির ঘাটতি আছে কি না। করোনার জেরে প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে খুদেদের স্কুল। তাই এই বাড়তি উদ্যোগ বলে খবর।
এবারের দুয়ারে সরকার কর্মসূচীর ক্যাম্পে রাখা হয়েছে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা। মাপা হচ্ছে শিশুদের ‘বডি মাস ইন্ডেক্স’। এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় শরীরের উচ্চতা ও ওজনের আনুপাতিক হার, যা দিয়ে বোঝা যায় একটি শিশু ঠিকমতো পুষ্টিকর খাবার পাচ্ছে কি না। আর যদি কোনও শিশুর মধ্যে অপুষ্টি ধরা পড়ে তাহলে এখানেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ১,৩০০-র বেশি স্বাস্থ্যশিবির করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ডায়াবেটিস, হাইপারটেনশন-সহ নানান পরীক্ষা করা হচ্ছে। কোভিড টিকাকরণের ব্যবস্থাও করা হয়েছে ক্যাম্পগুলিতে। তাতে শিশুদের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। কেউ কোনও প্রকল্পের জন্য আবেদন করতে এলেই জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার বাড়ির শিশু অপুষ্টিতে ভুগছে না তো? তার স্বাস্থ্য কেমন আছে?
