সদ্যই প্রকাশিত হয়েছে রাজ্যের চার পুরনিগমের নির্বাচনের ফলাফল। শোচনীয় পরাজয় হয়েছে বিজেপির। বাড়তি চিন্তায় ফেলেছে আসানসোল ও শিলিগুড়ির ফল। পাঁচ বিধানসভা এলাকা নিয়ে গঠিত আসানসোল পুরসভা নির্বাচনে তিন বিধানসভায় শূন্য হাতেই ফিরতে হয়েছে পদ্মশিবিরকে। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ২২টি ওয়ার্ডে তারা খাতা খুলতে পারেনি। একইভাবে রানিগঞ্জ ও জামুড়িয়ায় আসন পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ ওয়ার্ডে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে বিজেপি। এই তথৈবচ অবস্থায় সাংগঠনিক দুর্বলতা ক্রমশ মাথাব্যথা বাড়াচ্ছে বিজেপির। পাশাপাশি পুরভোটের দুর্দান্ত ফল বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে তৃণমূলকে।
পাশাপাশি, আরও বেশি তাৎপর্যপূর্ণ, কুলটি বিধানসভা এলাকা ছাড়া সেভাবে নিজেদের অস্বস্তিই টিকিয়ে রাখতে পারেনি গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে কুলটি বিধানসভা এলাকায় তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিজেপির অজয় পোদ্দার। বিধানসভায় ভোটের নিরিখে ২৮টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে এগিয়েছিল বিজেপি। কিন্তু ফল ঘোষণা হতে দেখা গেল কুলটিকে সামনে রেখে বিজেপির আসানসোল পুরসভা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। সেখানে পাঁচটি ওয়ার্ডে জয় পেয়েছে তারা। কিন্তু সবচেয়ে হতাশাজনক ফল হয়েছে জামুড়িয়া ও রানিগঞ্জ বিধানসভা এলাকায়। রানিগঞ্জের পাঁচটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বাকি ৬টি ওয়ার্ডে তারা তৃতীয় স্থানে নেমে গিয়েছে। জামুড়িয়ার ১৩টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে নিজেদের দ্বিতীয় স্থানে রাখতে পেরেছে বিজেপি। তাদের তুলনায় বিরোধী হিসেবে অনেক বেশি ভোট পেয়েছে সিপিএম।
