মঙ্গল সন্ধ্যাতেই প্রয়াত হয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপর ২৪ ঘন্টাও কাটল না, বুধবার সকালেই ভারতের সঙ্গীত জগৎ ফের আঁধারে। জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণ যেন আরও এক নক্ষত্রপতন। তবে শুধু গায়ক বা সুরকারই নয়। মামা কিশোর কুমারের হাত ধরে অভিনয়েও অভিষেক হয়েছিল ‘গোল্ড ম্যান’-এর।
১৯৭৪ সালে কিশোর কুমার পরিচালিত কমেডি ছবি ‘বড়তি কা নাম দাড়ি’ ছবিতে ক্যামেরার সামনে অভিষেক বাপ্পি লাহিড়ীর। তাঁর সঙ্গে সেই দৃশ্যে ছিলেন কিশোর কুমার এবং অমিত কুমার। ২০২১ সালের এক ইনস্টাগ্রাম পোস্টে ‘ডিস্কো বয়’ নিজেই জানিয়েছিলেন এ কথা। ‘বড়তি কা নাম দাড়ি’-তে বাপ্পির সঙ্গে অভিনয় করেন অশোক কুমার, অমিত কুমার, কিশোর কুমার প্রমুখ অভিনেতারা।