১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মেছিলেন তিনি। মা-বাবা নাম রেখেছিলেন অলকেশ। বাড়িতে সঙ্গীতের পরিবেশ ছিল। তাঁর বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দুজনেই ছিলেন গানের জগতের মানুষ। শুধু তাই নয়, স্বয়ং কিশোর কুমার সম্পর্কে তাঁর মামা ছিলেন। এহেন গানের পরিবেশে তিন বছর বয়স থেকে তবলা বাজানো শুরু করেছিলেন তিনিও। তারপর থেকে আজীবন সুরের সাধনাই করে গিয়েছেন অলকেশ ওরফে বাপ্পি লাহিড়ি।
১৯ বছর বয়সে মুম্বই পাড়ি দেন তিনি। সেখানে গিয়েই ‘বাপ্পি’ নাম নেন। এবং গড়ে তোলেন চোখ ধাঁধানো কেরিয়ার। বলিউডে একের পর এক দুরন্ত গান বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেন তিনি। শুধু বলিউড নয়, দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরেও বাপ্পি লাহিড়ি ছিলেন সমান জনপ্রিয়। তাঁর ‘ডিসকো ডান্সার’ গানের তালে আজও নেচে ওঠেন সকলে। শুধু তো ডিসকো ডান্সার নয়, ‘চলতে চলতে’, ‘উলালা উলালা’, ‘ইয়াদ আ রাহা হ্যায়’, ‘রাত বাকি বাত বাকি’, ‘জাওয়ানি জানে মন’ বলিউডকে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি।
সোনার জিনিসের সঙ্গে প্রাণের সম্পর্ক ছিল বাপ্পির। বলতে গেলে তাঁর মাথা থেকে পা পর্যন্ত ছিল সোনায় মোড়া। সোনার গয়না পরতে খুব ভালবাসতেন তিনি। বলিউডে তাঁকে ‘গোল্ড ম্যান’ বলেও চিনত লোকে। চোখের সানগ্লাস থেকে শুরু করে গলার হার, হাতের বালা সবেতে ছিল গুচ্ছ গুচ্ছ সোনা। মুম্বইয়ের হাসপাতালে মঙ্গলবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সকলের প্রিয় বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুতে শোকের আবহ গোটা দেশ জুড়ে।