মঙ্গলবার সন্ধ্যায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সারা বাংলা। প্রবল শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বললেন, “আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায় ভারতরত্ন। একটা শতাব্দীর আর কেউ রইলেন না। আমি ভাবতেই পারছি না।” এদিন দুঃসংবাদ পেয়েই উত্তরবঙ্গের কর্মসূচী কাটছাঁট করে আগামীকালই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, খবর পাওয়া মাত্রই উত্তরবঙ্গ থেকে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কান্না জড়ানো কন্ঠে তিনি বললেন, “কোভিড থেকে মুক্তি পেয়েছিলেন। আস্তে আস্তে সেরে উঠছিলেন। হঠাৎ একদিনে কী হল জানি না। খবরটা শুনেই খুব খারাপ লাগছে। সন্ধ্যাদি আমার খুব কাছের মানুষ ছিলেন। আমাদের সব অনুষ্ঠানে তিনি আসতেন। একটা ভীষণ কষ্ট হচ্ছে, বোঝানো যাবে না।”। পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্ভব আজ অর্থাৎ মঙ্গলনবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে গীতশ্রীর দেহ। আগামীকাল বেলা ১২ টায় গীতশ্রীর দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। ৫ টা পর্যন্ত সেখানে রাখা হবে। গুণমুগ্ধরা সম্মান জানাতে পারবেন শিল্পীকে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পর আগামীকালই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে শেষকৃত্য।
