বিগত ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা আত্মঘাতী জঙ্গী হামলায় যখন মৃত্যুবরণ করছেনন সিআরপি জওয়ানরা, তখন করবেট জঙ্গলে শুটিঙে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই জনমানসে প্রশ্ন ওঠে, ওনি কি বলিউডের চিত্রতারকা, না দেশের প্রধানমন্ত্রী? এই তথ্য আজও মিথ্যা বলে উড়িয়ে দিতে পারেনি বিজেপি। পুলওয়ামায় বিস্ফোরণের দিন নৈনিতালের জিম করবেট জাতীয় উদ্যানে একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে বাঘ নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রের শুটিঙে গিয়েছিলেন মোদী। রাম নগরের স্থানীয় সংবাদপত্রগুলিতে প্রধানমন্ত্রীর সেই সফরের প্রতিটি মিনিটের বিবরণ প্রকাশিত হয়েছে। আর সেই সূচিতেই উঠে এসেছে এই তথ্য।
পাশাপাশি, সংবাদপত্রের বিবরণ অনুযায়ী শুটিং শুরু হয়েছিল দুপুরে। বিকেল নাগাদ বিস্ফোরণের খবর আসার পরেও তা থামেনি। শুটিং চলে সন্ধ্যা পর্যন্ত। তার পর সরকারি অতিথিশালায় চায়ের আড্ডায় খোশগল্পে মেতে ওঠেন তিনি। বিরোধীদের অভিযোগ, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর উচিত ছিল তাঁর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করা। তা না করে তিনি অতিথিশালার বাইরে জনতার অভিবাদন কুড়িয়েছেন। বিশেষ করে যখন তিন ঘণ্টা আগে বিস্ফোরণে ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে, তগন কি এক জন প্রধানমন্ত্রীর ওই কাজ মানায়? বারবার উঠেছে প্রশ্ন।