উত্তপ্ত আসানসোল। বিজেপির বিরুদ্ধেই পাল্টা তোপ দাগলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর দাবি, নিয়ম ভাঙছেন বিরোধীরাই। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোলের ভোটার না হওয়া সত্ত্বেও কেন এই এলাকায় ভোটের সময় ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার ভোট দিয়ে বেরিয়ে মলয় ঘটক দাবি করেন, বিজেপি নেতা বা নেত্রীরাই আইন ভাঙছেন। জিতেন্দ্র তিওয়ারি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ও মানুষকে ভয় দেখাচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পুরভোটের আগে আসানসোলের বিভিন্ন কমিউনিটি হলগুলিতে বহিরাগতদের জমায়েত বাড়ছে। শুক্রবার সন্ধের পর থেকে এমনটাই অভিযোগ জানিয়েছিলেন গেরুয়া শিবিরের নেতা- নেত্রীরা। মলয় ঘটক দাবি করলেন, বিজেপির নেতা নেত্রীরাই আইন ভেঙে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, ‘অগ্নিমিত্রা পাল তো আসানসোলের ভোটারই নন। তাও তিনি ভোটের আগে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।’
তাঁর আরও অভিযোগ আসানসোলের প্রাক্তন মেয়র অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন ও ভোটারদের ভয় দেখাচ্ছেন। ভোটে বহিরাগতদের আনার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি। তাঁর দাবি, ভোটের আগে কোনও ইস্যু ছিল না, তাই রাতভর নাটক করেছে বিজেপি। মন্ত্রীর দাবি, কোথাও বিয়েবাড়ির অতিথিদের হেনস্থা করা হয়েছে, কোথাও সাধরণ মানুষের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।