এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করছে দেশ। আর মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র অস্ত্র ভ্যাকসিনই। যত বেশি ভ্যাকসিন, তত বেশি করোনার বিরুদ্ধে প্রতিরোধ। অথচ দেশে টিকাকরণ শুরুর প্রথম থেকেই মোদী সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত ভ্যাকসিন না পাঠানোর অভিযোগ উঠেছে। এবার যেমন আমজনতাকে কোভিড-টিকার তৃতীয় ডোজ কবে দেওয়া হবে, তা জানেই না কেন্দ্র! হ্যাঁ, সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলেই জানিয়েছে মোদী সরকার।
বর্তমানে দেশে স্বাস্থ্য-কর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার ও ক্রনিক রোগে অসুস্থ ষাটোর্ধ্বদের তা দেওয়ার কাজ চলছে। কিন্তু বাকিদের তৃতীয় পর্বের টিকাকরণ (বুস্টার ডোজ) কবে থেকে শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট ছবি তুলে ধরতে পারেননি স্বাস্থ্যকর্তারা। তবে কেন্দ্রের আশ্বাস, এখনও পর্যন্ত যে ভাবে ধাপে ধাপে টিকাকরণ হয়ে এসেছে, সে ভাবেই সকলকে তৃতীয় ডোজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। কিন্তু আগামী দিনে বাকিদের টিকা দেওয়া হবে কি না, তা নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে পারেনি তারা।
