একুশের ফোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। পুরভোটের দামামা বাজার পরেও দিকে দিকে সেই ধারা অব্যাহত। এবার যেমন সিউড়ি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অপর্ণা দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার রাতেই গেরুয়া শিবিরকে ধাক্কা দিয়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন তিনি।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁকে টাকা এবং বাড়ি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজেপির প্রার্থী করা হয়েছিল। কিন্তু অবশেষে তিনি নিজের ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগ দিলেন।
