সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় তিনি। লাইভে তাঁর মুখে ‘ও লাভলি’ শোনার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। কিন্তু আচমকাই ফেসবুক লাইভ থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করেছিলে মদন মিত্র। কিন্তু, এরপরে ফের লাইভে এসেছিলেন তিনি। তাঁর একাধিক মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি, সূত্রের খবর এমনটাই। তবে এরই মধ্যে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানিয়ে দিলেন, ‘আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা। তাড়িয়ে দিলে অন্য কোনও দলে যোগদান করব না। সিনেমার অফার আছে। আমি চলে যাব।’
প্রসঙ্গত, বৃহস্পতিবারই একটি অনুষ্ঠানে গিয়ে মদন বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক ছাড়া আর কোনও মুখ নেই…দলে মমতাদির পর অভিষেকের মুখ ছাড়া আর কারও মুখ অত ভালো লাগে না।’ এরপরই রাজ্য রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছিল। এই যাবতীয় বিতর্ক প্রসঙ্গে মদন এদিন বলেন, ‘আমি অভিষেকের অনুগামী নই। ও আমার সন্তানের মত। অভিষেক যখন ছোট ছিল ওঁকে কোলে নিয়ে ঘুরতাম।’ দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রেক্ষিতে তাঁকে শো-কজ করা হতে পারে, এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘দল শো-কজ করলে উত্তর দেব।’
