পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে রাজ্যে। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহেই এবার উত্তপ্ত পটাশপুর। সেখানে তৃণমূল বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীদা। গুলি ছুঁড়ে পালানোর সময় পড়ে গিয়ে মাথা ফাটল হামলাকারীরও। আপাতত দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, তপন প্রধান নামে গুলিবিদ্ধ ওই ব্যক্তি তৃণমূলের বুথ সম্পাদক। বুধবার রাতে পটাশপুর ২ নম্বর ব্লকের বড় উদয়পুর গ্রামের মনসাতলা বাজারে চায়ের দোকানে বসেছিলেন ওই তৃণমূল নেতা। ঠিক সেই সময় দুষ্কৃতী হামলার শিকার হন ওই তৃণমূল নেতা। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তৃণমূল নেতা। এদিকে, গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে পালানোর তাড়াহুড়োয় পড়ে যায় একজন। তার মাথাও ফেটে যায়। ওই দুষ্কৃতীকে পাকড়াও করেন স্থানীয়রা।
তৃণমূল নেতা এবং দুষ্কৃতীকে রক্তাক্ত অবস্থায় মুগবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন দু’জনে। চিকিৎসকরা জানান, তৃণমূল নেতার শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর।তৃণমূলের দাবি, ব্লক সভাপতিকে খুনের পরিকল্পনা করেছিল বিজেপি। সে কারণেই দুষ্কৃতীদের সাহায্যে তাঁকে লক্ষ্য করে পরিকল্পনামাফিক গুলি চালানো হয়।