পুর নির্বাচনের আগে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শনিবারই হাইভোল্টেজ নির্বাচন শিলিগুড়ি পুরসভায়। তার আগে শহরজুড়ে যখন শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন হেভিওয়েট প্রার্থীরা, ঠিক তখনই বিতর্কিত চিত্র উঠে আসল।
শিলিগুড়ি শহরের রাজপথ থেকে অলিগলি একটি নির্দিষ্ট পোস্টারে ছয়লাপ। লেখা, ‘পুরোনো বিজেপি দিচ্ছে ডাক, এবার শিলিগুড়িতে দিদিই থাক’। নীচে লেখা, ‘গদ্দার হাঁটাও বিজেপি বাঁচাও’। নির্বাচনের কয়েক মুহূর্ত আগে এই পোস্টার যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে শিলিগুড়ির পদ্মফুল শিবিরকে।
ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ জানান, পুরোনো বিজেপি কর্মীরা মেরুদণ্ডহীন নয় যে, অটলবিহারি বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির নামে এই ধরণের কুৎসিত পোস্টার লাগাবে।
তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। বিজেপি যেমন ঘুরিয়ে ফিরিয়ে শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে, তেমনই পাল্টা তৃণমূলও আদি বিজেপির দিকেই অভিযোগের পাল্টা আঙুল তুলছে। যা ভোটের আগে নতুন যুদ্ধের সামনে দাঁড় করিয়েছে দুই যুযুধান প্রতিপক্ষকে।
