শিলিগুড়িতে মতুয়া সম্প্রদায়ের মানুষরা এক অভিনব উপায়ে ধন্যবাদজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল ক্ষমতায় আসার পর মতুয়া, রাজবংশী ইত্যাদি পিছিয়ে পরা সম্প্রদায়ের মানুষগুলির জন্য ঢেলে উন্নয়ন করেছেন। স্কুল, কলেজ থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মার নামে একের পর এক জনহিতকর কাজ হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেই কৃতজ্ঞতা স্বরূপ শিলিগুড়িতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মতুয়ারা সমগ্র শহর পরিক্রমা করে।
তাঁদের মতে উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রদায়ের তরফে বলা হয়, তৃণমূল ক্ষমতায় আসার পর মতুয়া, রাজবংশী ইত্যাদি পিছিয়ে পরা সম্প্রদায়ের মানুষগুলির জন্য ঢেলে উন্নয়ন করেছেন। স্কুল, কলেজ থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মার নামে একের পর এক জনহিতকর কাজ হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। তবে ভবিষ্যতেও তাঁদের কিছু আবদার আছে মুখ্যমন্ত্রীর কাছে। সেসব নিয়েও এদিন আলোচনা করবেন। শিলিগুড়ি পুর নির্বাচন নিয়ে তাঁদের প্রশ্ন করা হলে স্পষ্ট বলেন, ‘যে উন্নয়ন করেছে আমাদের তাকেই ভোট দেব।’
প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে মতুয়া, রাজবংসী সম্প্রদায়ের মানুষের একটা গুরুত্বপূর্ণ ভুমিকা আছে। তাঁরা যখনই যে নির্বাচনে, যে দলকে উদার ভাবে ভোট দিয়েছেন ক্ষমতা তারই হস্তান্তর হয়েছে। এবারের শিলিগুড়ি পুর নির্বাচনে কে হবে বাদশা? তা তো সময়ই বলবে।