নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আখ্যা দিয়ে মেরুদণ্ড সোজা রেখেই সিবিআইয়ের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন তিনি। তারপর মিলেছিল সুপ্রিম রক্ষাকবচ। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্ট মঞ্জুর করল শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন। আর আগাম জামিন পেয়েই নন্দীগ্রামের বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিজেপির ষড়যন্ত্রের জেরে আমার মতো বহু তৃণমূল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে সিবিআই। শুভেন্দু অধিকারীর ইশারাতে পদক্ষেপ করছে সিবিআই।’
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বড়সড় ব্যবধানে জয়ী হয় তৃণমূল। তবে ভোটের পর থেকেই একাধিক ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, খুন, ধর্ষণের মতো বেশি গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সেই মতো নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরেই সুফিয়ানকে তলব করে সিবিআই। এরপরই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একুশের ভোটযুদ্ধে নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট। কিন্তু সেখানে স্বস্তি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। এর আগে মামলার শুনানিতে ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলেই জানানো হয়। আর গতকাল, বুধবার সওয়াল জবাবের পর সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
