সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে করোনা ছড়ানোর জন্য তাঁদের দায়ী করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাল পরিযায়ী শ্রমিকদের সংগঠন। মোদী সংসদে বলেছিলেন, বিরোধীরা পরিযায়ীদের ফেরার ট্রেনের টিকিট দিয়েছিল, দিল্লীর মতো রাজ্যের সরকারও সাহায্য করেছিল। তাঁরা ফিরে যাওয়ায় অন্য রাজ্যেও করোনা ছড়িয়েছিল।
‘ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন’-এর তরফে সভাপতি এস এম সাদি মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছেন, কয়েক ঘণ্টার নোটিসে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এখন বাজেটে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও সহায়তার ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী ‘কদর্য ভাবে অসম্মান’ করেছেন তাঁদের, এমনই অভিযোগ ওই সংগঠনের।
