একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই দলে ‘এক ব্যক্তি এক পদ’ চালু করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। তবে কলকাতার মেয়র পদে ববি হাকিমকে ফের বসানোর পরে প্রশ্ন উঠেছিল, এক ব্যক্তি এক পদ নীতি তাহলে কোথায় গেল? রবিবার একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওই সাক্ষাৎকারে এক ব্যক্তি, এক পদ নীতি নিয়ে অভিষেক বলেন, ‘এই নীতি দলে ৯৫ শতাংশ কার্যকর হয়েছে। আগামী দিনে ১০০ শতাংশ করব। আমি যতদিন সাধারণ সম্পাদক রয়েছি, আমি এটা করব। কর্মীরা ভরসা রাখতে পারেন।’ অভিষেক আরও বলেন, ‘হ্যাঁ রাজ্যস্তরের কিছু নেতা অনেক পদে রয়েছেন।’ তবে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, অনেকটা হয়েছে। যেটুকু বাকি রয়েছে সেটাও হবে। তিনি এও জানান, এই নীতি কার্যকর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। দিদিই এই বিধি চালু করার কথা বলেছিলেন।
