২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির হলোগ্রাম মূর্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উদ্বোধনের ১০ দিনের মাথাতেই ‘উধাও’ নেতাজির সেই হলোগ্রাম। আর এই নিয়ে এবার আন্দোলনে নামলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবার রাতে ইন্ডিয়া গেটের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, শান্তা ছেত্রী, জহর সরকারদের। সেই প্রতিবাদের ছবি আবার টুইট করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
ডেরেক টুইট বার্তায় লেখেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই জায়গার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছেন যেখানে বিজেপি সরকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নেতাজিকে অন্ধকারে রাখবেন না। এই জায়গা আলোকিত করুন। কেন নেতাজিকে অন্ধকারে রাখা হয়েছে?’ এই টুইটের সঙ্গেই তৃণমূল সাংসদদের প্রতিবাদের ছবি পোস্ট করেন ডেরেক।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাংলার তরফে নেতাজির ট্যাবলো প্রস্তাবিত করা হলেও তা খারিজ হয়ে যায়। বদলে কেন্দ্র নিজেদের একটি নেতাজি ট্যাবলো চালায় দিল্লীর রাজপথে। আর এর প্রেক্ষিতে তৃণমূল সরকার কলকাতার রেড রোডে চালিয়েছিল বাতিল হওয়া সেই নেতাজির ট্যাবলো। এর মধ্যেই আচমকাই প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে দিল্লীর ইন্ডিয়া গেটের সামনে ক্যানপিতে নেতাজির গ্রানাইটের মূর্তি বসবে। সেই মূর্তি তৈরি হতে অবশ্য প্রায় ছয় মাস সময় লাগার কথা। আর সেই সময়কালে সেখানে নেতাজির একটি হলোগ্রাম থাকবে বলে জানিয়েছিলেন মোদী। সেই হলোগ্রাম তিনি প্রকাশ করেন ২৩ জানুয়ারি সন্ধ্যায়। আর ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেই ক্যানপির সামনেই তৃণমূল সাংসদরা বিক্ষওভ প্রদর্শন করলেন সেই হলোগ্রাম সেখানে উপস্থিত না থাকায়।