গণতান্ত্রিক পরিমণ্ডলের মানদণ্ডে বিশ্বে ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার এবং সিভিল রাইটস সংস্থা এই ব্যাপারে সরব। ডেমক্র্যাসি ইনডেক্সে কেন ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে তা জানতে চেয়ে তৃণমূলের রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রী প্রশ্ন জমা দিয়েছেন সংসদের চলতি অধিবেশনে। ১০ ফেব্রুয়ারি প্রশ্নের জবাব দেওয়া হবে বলে তাঁকে জানানো হয়েছে। কিন্তু সরকারি সূত্রের খবর, আইন ও বিদেশ মন্ত্রক রাজ্যসভার সচিবালয়কে জানিয়েছে, তারা ওই প্রশ্নের জবাব দিতে চায় না।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিমণ্ডল পর্যালোচনা করে একটি ইনডেক্স তৈরি করে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত তাদের সর্বশেষ রিপোর্টে ৫৩তম স্থানে রয়েছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট তুলে ধরে দার্জিলিংয়ের তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ শান্তা বিদেশ মন্ত্রকের কাছে জানতে চান, ভারতের অবস্থান এত নীচে কেন? সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
প্রশ্নটি গ্রহণ এবং জবাবের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর এখন সেটি বাতিল করতে চায় বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, বিদেশ মন্ত্রক প্রথমে জবাব তৈরির জন্য প্রশ্নটি আইন মন্ত্রকে পাঠায়। পরে তারা স্থির করে প্রশ্নটি স্পর্শকাতর। চিঠি দিয়ে বলে প্রশ্নটির জবাব দেওয়া সম্ভব নয়।