এ মরসুমের রঞ্জি ট্রফির এলিট গ্রুপের ম্যাচগুলি আরম্ভ হবে আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে। তবে কলকাতায় আরও এক সপ্তাহ পরে খেলা শুরু হবে। কলকাতায় রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচ শুরু হবে ১৭ই ফেব্রুয়ারি থেকে। বৃহস্পতিবার সিএবি সূত্রে তেমনই জানা গেল। বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম ও অরুণাচল প্রদেশকে নিয়ে রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচ হবে কলকাতায়। প্রতিটি দলের প্রত্যেক ক্রিকেটারকে ১০ থেকে ১৪ই ফেব্রুয়ারি, এই পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে। দলগুলি অনুশীলনে নামতে পারবে ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি। তার পরের দিন, অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে খেলা। কলকাতায় ইডেন, কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি, সল্টলেকের ভিডিয়োকন অ্যাকাডেমি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলাগুলি হবে।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বৃহস্পতিবার সব রাজ্য সংস্থাগুলিকে রঞ্জি ট্রফি সংক্রান্ত ই-মেল পাঠিয়েছেন। সেখান কী ফর্ম্যাটে রঞ্জি হবে, তা বলা রয়েছে। ইডেনে প্লেট গ্রুপের ছ’টি দলের প্রত্যেকে তিনটি করে ম্যাচ খেলবে। চ্যাম্পিয়ন দল প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে এলিট গ্রুপের একটি দলের সঙ্গে। এলিট গ্রুপের ম্যাচগুলি হবে আহমেদাবাদ, কাজকোট, হরিয়ানা, দিল্লী, গুয়াহাটি, কটক, চেন্নাই ও তিরুবন্তপুরমে। বোর্ডের শর্ত ছিল এলিট গ্রুপের ম্যাচগুলি যে যে শহরে হবে, সেখানে অন্তত যেন ২টি মাঠ থাকে। সেই হিসেবে এই মাঠগুলি বাছা হয়েছে। প্লেট গ্রুপের ম্যাচ করার জন্য সংশ্লিষ্ট শহরে অন্তত তিনটি মাঠের দরকার ছিল। সেই জায়গায় কলকাতায় খেলা হবে চারটি মাঠে।
