আসন্ন রঞ্জি ট্রফিতে তুলনায় সহজ গ্রুপে পড়ল বাংলা। এলিট বি গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে বরোদা, হায়দ্রাবাদ ও চণ্ডীগড়। গ্রুপ পর্বে অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারির বাংলাকে সব ম্যাচ খেলতে হবে কটকে। বাংলার গ্রুপে থাকা বরোদা গত বছর মাত্র দু’টি ম্যাচ জিতেছিল। চারটি ম্যাচে হারতে হয়। হায়দ্রাবাদ গত বার মাত্র একটি ম্যাচ জিতেছিল। তারা হেরেছিল ছ’টি ম্যাচ। চণ্ডীগড় এলিট গ্রুপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। তারা ছিল প্লেট গ্রুপে।
প্রসঙ্গত, এবার এলিট এ গ্রুপে রয়েছে গুজরাত, মধ্যপ্রদেশ, কেরল, মেঘালয়। এই গ্রুপের খেলা হবে রাজকোটে। এলিট সি গ্রুপে রয়েছে কর্নাটক, রেল, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি। এই গ্রুপের সব ম্যাচ হবে চেন্নাইয়ে। গত বারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র রয়েছে এলিট ডি গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে মুম্বই, উড়িষ্যা, গোয়া। খেলাগুলি হবে আহমেদাবাদে। এলিট ই গ্রুপে আছে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, সার্ভিসেস, উত্তরাখণ্ড। খেলা হবে তিরুঅনন্তপুরমে। পঞ্জাব, হিমাচলপ্রদেশ, হরিয়ানা ও ত্রিপুরা রয়েছে এলিট এফ গ্রুপে। এই গ্রুপের খেলাগুলি হবে দিল্লীতে। এলিট জি গ্রুপে আছে বিদর্ভ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম। এই দলগুলি খেলবে হরিয়ানায়।
এলিট এইচ গ্রুপে আছে দিল্লী, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এই গ্রুপের খেলাগুলি হবে গুয়াহাটিতে। উল্লেখ্য, থেকে কঠিন গ্রুপ ডি। গত বারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র ছাড়াও রয়েছে গত বারের দুই কোয়ার্টার ফাইনালিস্ট গোয়া ও উড়িষ্যা এবং ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। বাংলাকে যেখানে খেলতে হবে সেই কটকের চারটি স্টেডিয়ামে খেলা হবে। সেগুলি হল বারাবাটি, ড্রিয়েমস মাঠ, কেআইআইটি এবং বিকাশ ক্রিকেট গ্রাউন্ড। এর মধ্যে শেষ দু’টি ম্যাচ ভুবনেশ্বরে।