একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ-বিজেপির অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বৈঠক, বনগাঁয় চড়ুইভাতি, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব দলেরই অন্য অংশ। যার জেরে সদ্যই বহিস্কার করা হয়েছে জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির মতো বঙ্গ বিজেপির পুরনো নেতাকে। এরই মধ্যে ফের বিক্ষোভের সুর দলে। নদিয়ার রানাঘাট জুড়ে পোস্টার পড়ল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে। জগন্নাথ সরকারকে নদিয়া থেকে সরাতে হবে, এই দাবি জানানো হয়েছে সেই পোস্টারগুলিতে। কোনও পোস্টারে সাংসদকে দুর্নীতিগ্রস্ত, কোথাও আবার চরিত্রহীন বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বিজেপির নদিয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন ধিকি ধিকি করে জ্বলছিল। আর এবার সেই আগুনের আঁচ পৌঁছল স্থানীয় সাংসদ পর্যন্ত। জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়েছে রানাঘাট মহাকুমার বিভিন্ন জায়গায়। এমনকি পোস্টার পড়েছে বিজেপির নদিয়া সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনেও। পোস্টারে জগন্নাথ সরকারের ডাক নাম ধরে বলা হয়েছে তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী। একইসঙ্গে তাঁর চরিত্র নিয়েও কটূক্তি করা হয়েছে এই পোস্টারে। এ নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রানাঘাট শহর তৃণমূলের সভাপতি পবিত্র কুমার ব্রম্ভ বলেন, বিজেপির নিজের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার জেরেই এই সব পোস্টার পড়ছে রাস্তায়।