বাম জমানার শেষে বাংলার ঘাড়ে বিপুল পরিমাণ ঋণ ও সুদের বোঝা চেপেছিল। সেই অবস্থাই এখন কেন্দ্রের মোদী সরকারের। সুদ মেটাতেই রাজস্ব আয়ের বড় অংশ খরচ হয়ে যাচ্ছে। ফলে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পরিকাঠামোয় খরচের অর্থ সংস্থান করতে আবার বাজার থেকে ধার করতে হচ্ছে। যার ফলস্বরূপ, চলতি অর্থ বছরে মোদী সরকারের ১০০ টাকা আয় হলে তার মধ্যে প্রায় ৩৯ টাকাই পুরনো ঋণের সুদ মেটাতে খরচ হচ্ছে। আগামী অর্থ বছরে ১০০ টাকা আয়ের মধ্যে ৪২.৬৪ টাকাই ঋণের ওপরে সুদ মেটাতে খরচ হয়ে যাবে।
কোভিডের প্রথম বছর, ২০২০-২১-এ জিডিপি-র তুলনায় ঋণের অনুপাত ছিল ৮৭.৮ শতাংশ। চলতি অর্থ বছরে তা সামান্য কমলেও ৮৭.৪ শতাংশে থাকছে। কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকাঠামোয় বেশি খরচ করতে হবে বলে এ বারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রাজকোষ ঘাটতিতে খুব বেশি রাশ টানার চেষ্টা করেননি। ৬.৪ শতাংশের বিপুল রাজকোষ ঘাটতি পূরণ করতে বাজার থেকে প্রায় ১১.১৯ লক্ষ কোটি টাকা নতুন করে ঋণ নিতে হবে অর্থমন্ত্রীকে। স্বল্প সঞ্চয় তহবিলের ৫.৬৭ লক্ষ কোটি টাকাও কাজে লাগানো হবে। কিন্তু এর ফলে সামগ্রিক ভাবে ঋণের পরিমাণ বাড়ছে। সুদ মেটাতে খরচও বাড়ছে।
কেন্দ্র বা রাজ্য সরকার মূলত বন্ড ছেড়ে ঋণ সংগ্রহ করে। সরকারকে বেশি ঋণ নিতে হলে সুদও বেশি হারে দিতে হয়। বাজেটে বিপুল পরিমাণে ঋণ নেওয়া হবে বলে ঘোষণার পরেই তাই বন্ডে সুদের হার বেড়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, পুরনো ধার শোধ করতে যেহেতু অনেক ঋণ নিতে হচ্ছে, তাই সুদের ওপরে খরচও বাড়বে। ডিসেম্বরের শেষ পর্যন্ত সরকারি ঋণপত্রে সুদের গড় হার ছিল ৬.২২ শতাংশ। গত বছরের এই সময় ওই সুদের হার ৫.৭৯ শতাংশ ছিল। শুধু সুদ নয়। আগামী কয়েক বছরে ঋণের আসলেরও অনেকখানি শোধ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।