সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর আজ সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে আয়কর ছাড়ে কোনও বদল করেননি তিনি। এ ব্যাপারে মধ্য ও নিম্ন বিত্ত চাকরিজীবি শ্রেণির আশায় তিনি জল ঢেলে দিয়েছেন নির্মলা। আশা ছিল করযোগ্য আয় নির্ধারণের ক্ষেত্রে বর্তমানের তুলনায় উর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। করোনার ধাক্কায় যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কর ছাড়ে কিছু সুরাহা দেবে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু মঙ্গলবার নির্মলা সীতারমনের চতুর্থ বাজেট বক্তৃতার ছত্রে ছত্রে স্পষ্ট হয়ে গেল যে সরকারের সেই আর্থিক পরিসর নেই। তবে ফেব্রুয়ারির মাস পয়লায় কেন্দ্রীয় বাজেটে আমদানি-রপ্তানি শুল্কে রদবদল হওয়ায় নিত্য প্রয়োজনীয় বেশকিছু জিনিস সস্তা হতে পারে। সেই তালিকায় রয়েছে, পোশাক, হীরে এবং মূল্যবান রত্ন
ইমিটেশনের গয়না, জুতো, চামড়ার ব্যাগ, পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, স্টিলের উপজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার, কৃষি সরঞ্জাম। তবে দাম বাড়ছে বিদেশি ছাতা, বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্যের।
