‘এমন সময় আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে সন্ন্যাস নিতে হবে’। এমনই কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম। দিলীপ দার্জিলিংয়ের একটু উপরের কোনও পাহাড়ে এবং নরেন্দ্র মোদী কেদারনাথের গুহায় বসবেন বলেও কটাক্ষ করেন তিনি।
ঠিক কি বলেছেন ফিরহাদ? তাঁর কথায়, ‘একটা সময় আসবে, দিলীপদাকে সন্ন্যাস নিতে হবে। দার্জিলিংয়ের থেকে আরেকটু উপরে কোথাও গিয়ে উনি বসবেন। আর মোদী সাহেব সন্ন্যাস নিয়ে সেই যে গুহায় গিয়েছিলেন ভোটের পরে, সেই গুহায় গিয়ে বসবেন। আমাদের সেই গুহায় গিয়ে মোদী সাহেবের সঙ্গে দেখা করতে হবে’।
মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে বিজেপির শ্রদ্ধা জানানো নিয়েও কটাক্ষ করেন ফিরহাদ। তিনি বলেন, ‘বিজেপি নাথুরাম গডসের মন্দির বানাতে চায়। নাথুরাম গডসের ভাবধারায় যারা বিশ্বাসী তারা কখনও গান্ধীজিকে অন্তর থেকে শ্রদ্ধা জানাতে পারে না। গান্ধীজীর প্রয়াণ দিবসে বিজেপির পক্ষ থেকে লোক দেখানো শ্রদ্ধা জানানো হচ্ছে, এটা দ্বিচারিতা’।
রাজ্যপাল জগদীপ ধনকড়কেও একহাত নেন কলকাতার মেয়র। বলেন, ‘বিজেপির পথ অনুসরণকারী হিসাবে আর উনি রাজভবনের গ্যাস চেম্বারে না থেকে, তিনি নিজের রাজ্যে ফিরে যান। দিল্লি, হরিয়ানা, যেখানে তিনি চান, সেখানে ফিরে যান। সেটায় বরং এ রাজ্যের মানুষ আরও শান্তিতে থাকবে’।