কোভিড পরিস্থিতি রাজ্যজুড়ে এখন বেশ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করে দিল সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন রাজ্যে স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা। সেই সঙ্গে অফিস-কাছারিতে হাজিরার পরিমাণও বাড়ানো হল আগের চেয়ে।
এর আগে রাজ্যের সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মচারীর উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছিল। এখন থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হল। সরকারি এবং বেসরকারি সব অফিসই ৭৫ শতাংশ কর্মী নিয়ে চালু রাখা যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আগের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে কোভিড বিধি ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। এদিনই তা শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বিধি জারি হল। যাতে শিক্ষাপ্রিতিষ্ঠানের মতো অনেক কিছুতে ছাড় দিয়েছে নবান্ন। সিনেমা হল, সরকারি-বেসরকারি অফিসে হাজিরার ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। নাইট কার্ফু লাগু হবে রাত ১১টা থেকে। আগের দফায় যা রাত ১০টা থেকে চালু হতো। চলবে ভোর পাঁচটা পর্যন্ত। পার্ক, সুইমিংপুল খোলার ক্ষেত্রেও শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হবে।