এবার কলকাতা পুরসভায় সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৩ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নেওয়া যাক শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা :
পিজিডিসিএ/কম্পিউটার সায়েন্সে স্নাতক/বিসিএ/ডিওইএসিসি ‘এ’ লেভেল কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি :
আবেদনপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র [email protected]–এই মেল আইডিতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন :
আগামী ১৩ই ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট মেল আইডিতে পাঠাতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি :
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার নিরিখে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্য জানতে https://www.kmcgov.in এই ওয়েবসাইটে পাঠাতে হবে।