কর্নাটকের উদুপি প্রাক-ইউনিভার্সিটি কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ম বিরুদ্ধ বলে জানিয়েছে কলেজ প্রশাসন। দ্বাদশ শ্রেণির ৬ জন ছাত্রীকে হিজাব পরার অপরাধে শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবার ওই ৬ ছাত্রীকে অনলাইনে ক্লাস করার কথা বলেছে কলেজ কর্তৃপক্ষ। যা নিয়ে বিতর্ক আরও ঘোরাল হয়েছে।
ওই ৬ ছাত্রীর মধ্যে একজনের বাবা বলেছিলেন, ‘সরকার যদি হিজাব পরাকে অপরাধ মনে করে, এবং আমার মেয়েকে বার্ষিক পরীক্ষা দিতে দেওয়া হয়নি। আমরা চাই আমার মেয়ে ভালো পড়াশোনা করুক এবং জীবনে প্রতিষ্ঠা পাক। কিন্তু তাঁর অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে?’
হিজাব পরার অপরাধে ক্লাস করতে না পারা এক ছাত্রীর কথায়, ‘আমাদের ধর্ম অনুযায়ী নিয়ম মানতে চেয়েছি। বদলে আমাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে। এটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ। আমাকে সহপাঠীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি এবং যদি কাউকে আমাদের সাথে কথা বলতে দেখা যায়, তাদেরও টেনে নিয়ে যাওয়া হয়েছে।’
হিজাবকাণ্ড মাথাচাড়া দিতেই পরিস্থিতি জটিল হতে থাকে। তবে কোভিড প্রাদুর্ভাবের কারণে কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। ফলে বিতর্ক শিথিল হয়েছিল। কিন্তু এখন ফের সেটি প্রকট হচ্ছে।
কলেজ উন্নয়ন কমিটির প্রধান বিজেপি বিধায়ক কে রঘুপতি ভাটের নেতৃত্বাধীন কমিটির পরামর্শ, যতদিন না এই বিষয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করছে ততক্ষণ ওই ৬ ছাত্রী হিজাব পরে ক্লাস করুক।