আমার পূর্ণ আস্থা আছে যে আমরা গোয়া, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে সরকার গঠন করব। ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের হয়ে প্রচার শুরু করে এমনটাই জানালেন কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট। শুক্রবার তিনি বলেন, পাঞ্জাবে বিপুল সংখ্যক ভোট নিয়ে ফের সরকার গড়বে কংগ্রেস। একইসঙ্গে গোয়া ও উত্তরাখণ্ড নির্বাচনেও কংগ্রেসই জয়ী হবে বলে আত্মবিশ্বাসী পাইলট।
প্রসঙ্গত, শুক্রবার কংগ্রেসের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সচিন পাইলট। সেখানেই তিনি সাংবাদিক সম্মেলনে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা পাঞ্জাবে বিপুল ভোটে জয়ী হব এবং আবার সরকার গড়ব। রাহুল গান্ধী ইতিমধ্যেই জানিয়েছেন যে পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা শীঘ্রই ঘোষণা করা হবে। দলের সকল কর্মীদের সঙ্গে কথা বলার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’