এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কলকাতায় এসএসকেএম হাসপাতালে শুরু হল ক্যান্সার রোগীদের জন্য ওপিডি। এবার থেকে বাইরের রোগীরাও চিকিৎসা করাতে আসতে পারবেন। রাজ্য সরকার ও মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত করেছে ক্যান্সার কেয়ার হাব। প্রসঙ্গত, সাত মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওপিডি ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণা মতই গত মঙ্গলবার থেকে অনকো সার্জারির বহির্বিভাগ শুরু হল। প্রাথমিক পর্যায়ে এটি শুধু পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চেই চালু হল। এর মধ্যে দুটি অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। পরের সপ্তাহ থেকেই এই সংখ্যা আরও বাড়বে, যখন এই প্রতিষ্ঠানে আরও বিশেষজ্ঞ যুক্ত হবেন। এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করার পরেই দুই জায়গায় ওপিডি শুরু করার প্রস্তুতি নিয়েছে ক্যান্সার হাব। একটি কলকাতার পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ সেন্টারে অন্যটি হবে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে। এই প্রকল্পের জন্য এসএসকেএম হাসপাতালের বিপরীতে একটি জায়গা দেখা হয়েছে। এসএসকেএমের নতুন ওপিডি বিল্ডিংয়ে গত মঙ্গলবার থেকে এই বিভাগ শুরু হয়েছে। এইখানে ছয়টি বেডের ব্যবস্থা করা হয়েছে। খুব ছোটভাবে এই পরিষেবা শুরু করা হল। বর্তমানে সপ্তাহে দু’দিন রোগীরা এই পরিষেবা পাবেন। ফেব্রুয়ারির শুরু থেকেই পরিষেবা ধীরে ধীরে বাড়ানো হবে।