তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠককে সৌজন্য বলা হলেও আসলে সংগঠন নিয়ে বিস্তর আলোচনা হল বলে মনে করা হচ্ছে। সামনে গোয়ার নির্বাচন। সেখান থেকেই ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেখানের বিস্তারিত খবর নেন নেত্রী মমতা বলে জানা গিয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সাংগঠনিক নির্বাচন। তার আগে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার দলের সংগঠনে কি কি পরিবর্তন আসে। তাহলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সামনে চার পুরসভার নির্বাচনও আছে। তাই এই বৈঠকে নানা বিষয় উঠে এসেছে বলে সূত্রের খবর।
এখন প্রতিটি নির্বাচনে একশো শতাংশ ঝাঁপাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সংগঠন শক্তিশালীও করা হচ্ছে। তার উপর ২০২৪ লোকসভা নির্বাচনকেও পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। সেখানে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অভিষেক এদিন রাজ্যপালের বিরুদ্ধে নামার রণকৌশলের নির্দেশ দিয়েছেন দলে। সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব থেকে শুরু করে বড় প্রতিবাদের পথে নামতে চলেছেন অভিষেকরা।