আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে সত্যি করে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশই আরও চওড়া হচ্ছে তার থাবা। তবে মঙ্গলবার থেকেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষের নীচে। সেই ধারা অব্যাহত থাকল শনিবারও। এমনকী, গতকালের তুলনায় এদিন কমেছে দৈনিক সংক্রমণ।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১২.৩ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৮ লক্ষ ৫৮ হাজার ২৪১। দৈনিক সংক্রমণের পরিমাণ গত ২৪ ঘন্টায় ছয় শতাংশ হ্রাস পেয়েছে। কমেছে দৈনিক সংক্রমণের হারও। বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১৯.৫৯ শতাংশ। শুক্রবার তা কমে হয় ১৫.৮৮ শতাংশ। শনিবার তা আরও কমে হল ১৩.৩৯ শতাংশ।
অন্যদিকে, দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও লাফিয়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৮৭১ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮। আবার পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৩ লক্ষ ৬০ হাজার ৭১০ জন করোনার কবল থেকে থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন। এদিকে সাময়িক স্বস্তি দিয়েছে নিম্নমুখী অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২০ লক্ষ ৪ হাজার ৩৩৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ১ হাজার কম।