আজ, বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। এদিন সকালে টুইটারে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘আমাদের গণতন্ত্রের স্তম্ভ সকল দেশবাসীকে আমার আন্তরিক অভিনন্দন।’
তিনি লেখেন, ‘সকলকে প্রজাতন্ত্র দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসুন আমরা এই দিনে আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো, বিশেষত এর ফেডারেল চরিত্র-সহ রক্ষা করার শপথ নিই। আসুন আমরা আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ রক্ষা, সংরক্ষণ এবং অনুসরণ করার জন্য সচেষ্ট হই, যা অন্যান্য বিষয়ের মধ্যে আমাদের অবিচ্ছেদ্য অধিকার দেয়।’
দেশের স্বাধীনতা সংগ্রামী ও জওয়ানদেরও অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আমি আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং জওয়ানদের অভিবাদন জানাই যাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ এবং তাদের নিঃস্বার্থ দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে।’