এবারি প্রথম বিধানসভা ভোটে লড়ছেন যোগী আদিত্যনাথ। বিজেপি পরিবার তো বটেই, বিরোধীরাও ধরে নিয়েছিল রাম ভক্ত আদিত্যনাথ নিশ্চয়ই অযোধ্যা থেকেই প্রার্থী হবেন। সেখানে রামলালার প্রধান পূজারী আচার্য সত্যেন্দ্র দাস বলছেন,’ যোগীর খুবই ইচ্ছা ছিল প্রার্থী হবেন অযোধ্যা থেকে। আমি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলাম, অযোধ্যা নয়, অন্য কোথাও প্রার্থী হতে। তাঁর নিজের জায়গা বলে গোরক্ষপুরের কথাও বলেছিলাম’।
কিন্তু কেন? জবাবে তিনি বলেন, মানুষ অসন্তুষ্ট। মোহন্তের বক্তব্য, রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যা শহরকে ঢেলে সাজার কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত মন্দির চত্বর থেকে বহু দোকান তুলে দিয়েছে সরকার। রাস্তা চওড়া হচ্ছে। তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর। আরও অনেক কিছু। সে জন্য বহু লোকের জমি গিয়েছে। তারা ক্ষুব্ধ। অসন্তোষ আছে আরও অনেকের মধ্যে। জমি চলে যাওয়ার দুশ্চিন্তা আছে। এই পরিস্থিতিতে এখানে যোগী প্রার্থী হলে সমস্যা হতে পারত। ভালই হয়েছে তিনি গোরক্ষপুরে প্রার্থী হচ্ছেন।
রামলালার প্রধান সেবক বলেন, অযোধ্যার মানুষ ভগবান রামের আশ্রিত। কিন্তু রুটিরুজির প্রশ্নটি তো অস্বীকার করা যায় না। সরকার পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে। তার জন্য সময় লাগবে। তাছাড়া, মন্দির এলাকায় বিকল্প দোকান না পেলে ব্যবসার ক্ষতি হবে। এসব নিয়ে মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক।
সত্যেন্দ্র আরও বলেন, ‘প্রথমে রাম লালা আন্দোলন হয়েছিল, তারপর আদালত নির্দেশ দেওয়ার পর রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। অযোধ্যায় রাম মন্দির ইস্যু শেষ হওয়ার নয়। এখানে করসেবকদের উপর গুলি চালানো হয়েছিল, এদিকে মন্দির নির্মাণ ঠেকাতে আদালতে আবেদন করা হয়েছে। যদিও মন্দির নির্মাণ চলছে আগের মতোই। ওরা (বিজেপি) অবশ্যই রাম মন্দিরের প্রসঙ্গ তুলবে ভোটে। এই ইস্যুটি চিরকাল থেকে যাবে’।