এবার বিহারের দুই মহিলা স্বাস্থ্যকর্মী চুলোচুলির ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সোমবার এক ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, দুই মহিলাকে থামাতে চেষ্টা করছেন এক ব্যক্তি। তার পরেও দুজন পরস্পরকে জুতো দিয়ে মারার চেষ্টা করেন। পরে জানা যায়, ঘটনাটি বিহারের জামুই জেলার লক্ষ্মীপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। সেখানেই দুই স্বাস্থ্যকর্মী ওইভাবে মারামারি করছিলেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার আশা কর্মী রিন্টু কুমারী এক সদ্যোজাতকে বিসিজি টিকার জন্য অক্সিলিয়ারি নার্স মিড ওয়াইফ রঞ্জনা কুমারীর কাছে নিয়ে যান। অভিযোগ, বিসিজি টিকা দেওয়ার জন্য ৫০০ টাকা চান রঞ্জনা কুমারী। তা নিয়ে দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে ঝগড়া শুরু হয়। শেষে মেটারনিটি ওয়ার্ডের সামনে তাঁরা মারামারি করতে থাকেন। এদিকে, ইতিমধ্যেই ওই ঘটনার কথা জানতে পারে হাসপাতালের উচ্চপদস্থ অফিসাররা তদন্ত শুরু করেছেন। এখনও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।