রবিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে ভাটপাড়ায় তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষে উত্তেজনার ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মোট ছ’টি অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুরভোটের আগে সুপরিকল্পিত ভাবে গন্ডগোল পাকানো এবং পুর প্রশাসক গোপালবাবুকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে। যদিও সাংসদ অর্জুন সিংহের অভিযোগ, সুপরিকল্পিত ভাবে তাঁকে এবং তাঁর ছেলে তথা বিধায়ক পবন সিংহকে হেনস্তা এবং প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এর জেরেই তাঁর নিরাপত্তারক্ষীরা বাধ্য হয়ে শূন্যে গুলি চালান। পুলিশও নেতাজী জন্মবার্ষিকী অনুষ্ঠানে গন্ডগোল পাকানোর ঘটনায় একটি ‘সুয়োমোটো’ করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পঞ্চাশটিরও বেশি ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে বারাকপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, “এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে, অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবদিক খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার মানিকপীর চৌমাথায় নেতাজীর জন্মবার্ষিকী পালনকে ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ রণক্ষেত্রর আকার নেয়। রবিবার সকালে নেতাজীর আবক্ষমূর্তিতে সাংসদ-পুত্র গাড়ি থেকে নেমেই আচমকা তৃণমূলের এক কর্মীর উপর হামলা চালায়। তৃণমূল কর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বচসায় জড়িয়ে পড়েন দুই পক্ষ। শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সাংসদের নিরাপত্তারক্ষী গুলি চালান। ৭ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ শাসকদলের। কেউ গুলিবিদ্ধ না হলেও এদিনের সংঘর্ষে দু’পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হয়। পরে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে এলাকা ছাড়েন সাংসদ। এই ঘটনায় সাংসদ নিজে একটি অভিযোগ দায়ের করেন। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শাসকদলের চার নেতা। বিধায়ক তথা বারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিককে তোপ দেগে অর্জুন বলেন, “ভাটপাড়ায় যা করাতে চাইছে পার্থ ভৌমিক, এর জবাব তিনি নৈহাটিতে পাবেন।” পালটা জবাব দিয়ে পার্থ ভৌমিক বলেন, “লড়াইয়ের ময়দানে দেখা হবে। ওনার সঙ্গে রিভলবার আছে, আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। কার জোর বেশি দেখা যাবে।”